English
শনিবার ২৭ এপ্রিল ২০২৪
...

ইউক্রেনের খেরসনে চলছে তুমুল লড়াই

রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ফাইল ছবি

ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসনের নিকোলায়েভ অঞ্চলের স্নিগিরেভকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সেখানে রুশ বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে বলে  দাবি করেছেন খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমাসভ।

মঙ্গলবার রাতে টেলিগ্রাম চ্যানেলে তিনি এসব কথা বলেন। খবর তাস নিউজের।

তিনি বলেন, "নিকোলায়েভ অঞ্চলের ফ্রন্টলাইনের স্নিগিরেভকা এলাকায় এখন যুদ্ধ চলছে। ইউক্রেনীয় বাহিনী তিনটি এলাকায় অভিযান চালানোর চেষ্টা করেছিল— পোসাদ-পোক্রভস্কয়, বেরিসলাভ ও... স্নিগিরেভকার কাছে।"

স্ট্রেমাসভ আরও বলেন, "প্রথম দুটি অঞ্চলে, প্রতিপক্ষের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং তাদের প্রত্যাহার করতে হয়েছিল, কিন্তু স্নিগিরেভকা এলাকায় মঙ্গলবার সকাল থেকে প্রচণ্ড লড়াই দেখা গেছে।"

হামলায় পোলিশ ও ইংরেজি ভাষী ভাড়াটেরা যুদ্ধে অংশ নিয়েছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছিলেন, "রাশিয়ান সামরিক বাহিনী গত দিনে নিকোলায়েভ-ক্রিভোই রোগ এলাকায় অনুপ্রবেশের জন্য ইউক্রেনীয় নাশকতামূলক/পুনরায়ত গোষ্ঠীর ৯টি প্রচেষ্টা ব্যর্থ করেছে।"




মন্তব্য

মন্তব্য করুন